উত্তর: ইসলামী শরীয়াতে স্বর্ণ-রুপা পৃথকভাবে নেসাব পূর্ণ না হলে একত্রে উভয়ের মূল্য রুপার নেসাবের সমান হলে যাকাত ফরয হয়ে যাবে, অন্যথায় হবে না।
সূতরাং প্রশ্নে বর্ণিত সূরতে স্বর্ণ-রুপার মূল্য একত্রে রুপার নেসাবের সমান হওয়ায় উক্ত ব্যক্তির উপর যাকাত ফরয হবে।
-আদ্দুররুল মুখতার-২/৩০৩, ফাতাওয়া তাতারখানিয়া-৩/১৫৮, ফাতাওয়া হিন্দিয়া-২/২৪১.
Leave Your Comments