প্রশ্ন:- কোন ব্যক্তি এই শর্তে তার জমি ওয়াকফ করলো যে যতদিন আমি বেচে থাকবো ততদিন তা থেকে আমি উপকৃত হবো। আর মারা গেলে অমুক তার মালিক হবে। এমনভাবে ওয়াকফ করা বৈধ আছে কি না?

উত্তর:- ইসলামী শরীয়তে ওয়াকফকারীর বৈধ শর্ত গ্রহণীয়।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ওয়াক্ফকৃত  বস্তু থেকে তার উপকৃত হওয়ার শর্ত করা বৈধ। এবং  ওয়াকফ করে তা থেকে উপকৃত হওয়াও বৈধ।

 

ফাতাওয়ায়ে হিন্দিয়া- ২/৩৫৮। ফাতাওয়ায়ে কাজিখান- ৩/২২৩। ফাতাওয়ায়ে বাযযাযিয়া- ৩/১৪৫। ফাতাওয়ায়ে মাহমুদিয়া- ১৪/২৩৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *