উত্তর :- কোন বিধান যদি পুরোপুুরি আদায় করা না যায় তাহলে তার স্থলাভিষিক্ত কিছু দিয়ে হলেও আমল করা জরুরী। হজ ও ওমরা থেকে হালাল হওয়ার ক্ষেত্রে চুল মুণ্ডানোই আসল নির্দেশ। কিন্তু চুল না থাকলে মাথার উপর ক্ষুর বা কাঁচি জাতীয় কোন কিছু ঘুরিয়ে নেয়া-ই যথেষ্ট।
ফাতাওয়া তাতারখানিয়া – ৩/৬৪৪; বাদায়েউস সানায়ে’ ৩/৯৪; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২৭৮।
Leave Your Comments