উত্তর:- ওমরা করা সুন্নাত। তাই তা নিয়ত করার দ্বারা ফরজ বা ওয়াজিব হয়ে যায় না। আর কোন সুন্নাত আদায় করার নিয়ত করে তা না করার দ্বারা কোন গুনাহ হবে না।
আদ দুররুল মুখতার – ২/৪৭২; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩০১; হাশিয়ায়ে ইবনে আবেদীন – ৩/৫৪৫; ফাতাওয়া কাজিখান – ১/১৮৩; ফাতাওয়া হাক্কানিয়া – ৪/২২৪।
Leave Your Comments