প্রশ্ন:- কোন ব্যক্তি ওমরা করার পর হলক করেছে। এরপর আবার ওমরা করেছে। এখন সে কি মাথা মুণ্ডাবে না-কি ছেড়ে দিবে?

উত্তর :- হজ বা ওমরা শেষে হালাল হওয়ার জন্য চুলকাটা বা মুণ্ডন করা শর্ত। তাই বর্ণিত ব্যক্তি দ্বিতীয়বার ওমরা করার পরও মাথা মুণ্ডানোর মাধ্যমে হালাল হতে হবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/৩০৭; ফাতাওয়া কাজিখান – ১/১৭৩; আল ফিকহুল হানাফি – ৩/২৪৭; আপকে মাসায়েল আওর উনকা  হল – ৫/৩৮০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *