উত্তর: শরয়ী দৃষ্টিতে তালাক বা তালাকের সমার্থবোধক কোন শব্দ ব্যবহার করে তালাক দেওয়ার দ্বারা তালাক পতিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে, তালাক দেয়নি। তাই কোন সমস্যা নেই। তবে এসব কথা মুখে উচ্চারণ না করা চাই।
আদ্দুররুল মুখতার ৪-৩১৯, ফাতহুল কাদীর ৩-৪৪৩, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৯-৯৯
Leave Your Comments