প্রশ্ন: কোন ব্যক্তি ঝগড়ার সময় প্রচন্ড রাগের মাথায় তার স্ত্রীকে বলে; “এখন যদি তুই ঘর থেকে বের না হস তাহলে তোকে তালাক দিবো” অতপর তার স্ত্রী ঘর থেকে বের হয়নি। এখন তার স্ত্রী কি তালাক হয়ে গেছে? সে কি আর তাকে নিয়ে সংসার করতে পারবে না?

উত্তর: শরয়ী দৃষ্টিতে তালাক বা তালাকের সমার্থবোধক কোন শব্দ ব্যবহার করে তালাক দেওয়ার দ্বারা তালাক পতিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলেছে, তালাক দেয়নি। তাই কোন সমস্যা নেই। তবে এসব কথা মুখে উচ্চারণ না করা চাই।

আদ্দুররুল মুখতার ৪-৩১৯, ফাতহুল কাদীর ৩-৪৪৩, ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৯-৯৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *