উত্তর: শরীয়াতের বিধান মোতাবেক নাবালেগ ছেলে-মেয়ে শরয়ী কোন বিধান পালনের ব্যাপারে আদিষ্ট নয়। হজ্জ বা বদলি হজ্জ করা একটি ফরয বিধান। এটা আদায় সহীহ হওয়ার জন্য জন্য বালেগ হওয়া শর্ত।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে উক্ত ব্যক্তির জন্য নাবালেগ ছেলেকে বদলি হজ্জে পাঠানো যাবে না।
-ফাতাওয়া শামী-২/৬০০, ফাতাওয়া তাতারখানিয়া-৩/৪৭৬, আলফিকহুল হানাফী-১/৪৫০.
Leave Your Comments