উত্তর :- বদলী হজ আদায় করার পর নিজের জন্য ওমরা আদায় নিষিদ্ধ নয়। তাই প্রশ্নোক্ত ব্যক্তির বদলী হজ আদায় হয়ে গেছে। আর ওমরা আদায় করার কারনে তার বদলী হজে কোন প্রকার অসুবিধা হয়নি। তবে ওমরার যাবতীয় খরচ ব্যক্তির নিজের উপর থাকবে।
ফাতাওয়া আলমগিরী- ১/৩২৩; ফাতাওয়া কাজিখান – ১/১৮৯; ফাতাওয়া তাতারখানিয়া- ৩/৬৪৯।
Leave Your Comments