উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যাকাত ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো নিসাবের উপর পরিপূর্ণ এক বছর অতিবাহিত হওয়া। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে এক বছর পূর্ণ না হওয়ার কারণে যাকাত ওয়াজিব হবে না, তবে এরকম করা মাকরূহ বা গর্হিত কাজ।
রদ্দুল মুহতার ৩/২৮৬, বাহরুর রায়েক ৩/২৮৪, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ৯/৩৪০
Leave Your Comments