উত্তর :- স্ত্রীর আগের ঘরের মেয়েকে বিয়ে করা বৈধ হওয়ার জন্য শর্ত হলো, সে তার স্ত্রীর সাথে সহবাস বা নির্জনবাস না করা।
সুতরাং স্ত্রীর সাথে সহবাস বা নির্জনবাস করার পূর্বেই তাকে তালাক দেয় বা স্ত্রী মারা যায় তাহলে সে তার স্ত্রীর আগের ঘরের মেয়েকে বিযে করতে পারবে।
সুরা নিসা – ২৩; আল হিদায়া – ১/৩০৭; ফাতাওয়া শামি – ২/১১০; বাদায়েউস সানায়ে’ ৩/৪১৩।
Leave Your Comments