উত্তর:- কোন বস্তু একবার ওয়াকফ করা সহীহ হয়ে গেলে পুনরায় তাকে ফিরিয়ে নেয়ার আর কোন সুুযোগ থাকে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মৃত ব্যক্তির সন্তানদের জন্য পিতার ওয়াকফ করা সম্পত্তি ফেরত চাওয়ার কোন সুযোগ নাই।
ফাতাওয়ায়ে কাজিখান- ৩/২৯১। আল হিদায়া- ২/২৪০। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/ ৩৪৬। ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৫৬।
Leave Your Comments