প্রশ্ন: কোন ব্যক্তি মান্নত করল যে, তার ছেলে সুস্থ হলে তার বাড়ীতে থাকা একটি ছাগল অুমক মাদরাসায় দান করবে। এমতবস্থায় ঐ ব্যক্তির জন্য ঐ ছাগলই কি দিতে হবে নাকি তার মূল্য দান করলেও মান্নত আদায় হবে এবং ঐ মাদরাসায়ই কি দিতে হবে?

উত্তর: না, ঐ নির্দিষ্ট মাদরাসায় দেওয়া আবশ্যক নয়। বরং অন্য কোন মাদরাসায় দিলেও মান্নত আদায় হবে। এবংঐ ছাগলের পরিবর্তে তার মূল্য দিলেও মান্নত আদায় হবে।

– ফাতাওয়ায়ে হিন্দিয়া-২/৭২, ফাতাওয়া কাযীখান- ২/১২, আদ্দুররুল মুখতার-৩/৭৪১.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *