উত্তর: পা ধোয়ার ক্ষেত্রে যদি এ পরিমাণ দেরি করে, যে সময়ে সাধারণভাবে পূর্বে ধোয়া অঙ্গ শুকিয়ে যায় না, তাহলে তার অজু হয়ে যাবে কোন সমস্যা হবে না। আর যদি পা ধৌত করার পূর্বে এ পরিমাণ সময় দেরি হয় যাতে সাধারণভাবে পূর্বের ধৌত করা অঙ্গ শুকিয়ে যায় তাহলেও ওযু হবে তবে বিশেষ কারণ ছাড়া এমন করা মাকরুহ।
-আল জাওহারাতুন নাইয়িরাহ-১/১০, আল বাহরুর রায়েক-১/৫৫.
Leave Your Comments