প্রশ্ন: কোন ব্যক্তি যদি অতি ঠান্ডার কারণে ওযু করার সময় পা ধোয়ার পূর্বেই হাত ও মুখ রুমাল দ্বারা মুছে ফেলে এবং পরবর্তীতে পা ধৌত করে এক্ষেত্রে তার ওযু সঠিক হবে কিনা?

উত্তর: পা ধোয়ার ক্ষেত্রে যদি এ পরিমাণ দেরি করে, যে সময়ে সাধারণভাবে পূর্বে ধোয়া অঙ্গ শুকিয়ে যায় না, তাহলে তার অজু হয়ে যাবে কোন সমস্যা হবে না। আর যদি পা ধৌত করার পূর্বে এ পরিমাণ সময় দেরি হয় যাতে সাধারণভাবে পূর্বের ধৌত করা অঙ্গ শুকিয়ে যায় তাহলেও ওযু হবে তবে বিশেষ কারণ ছাড়া এমন করা মাকরুহ।

-আল জাওহারাতুন নাইয়িরাহ-১/১০, আল বাহরুর রায়েক-১/৫৫.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *