প্রশ্ন:- কোন ব্যক্তি যদি আরাফার ময়দানে অবস্থান করার আগেই স্ত্রী সহবাস করে ফেলে। তাহলে হজের বিধান কি ?

উত্তর :- আরাফায় অবস্থানের পূর্বেই স্ত্রী সহবাস করলে তার হজ বাতিল হয়ে যাবে। তার এত্রুটির কারণে একটি দম (বকরি যবাই) দিবে। আর হজ পরবর্তী বছর কাযা করবে।

 

সুরা বাকারা – ১৯৭; ফাতাওয়া হিন্দিয়া – ১/৩০৯; আল ইখতিয়ার লিতা’লিল মুখতার – ১/২৫৮; ফাতাওয়া তাতার খানিয়া- ৩/৫৭৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *