প্রশ্ন:- কোন ব্যক্তি যদি সুদি ব্যংক থেকে টাকা লোন নিয়ে হজ করে, তাহলে তার হজ আদায় করাটা সহিহ হবে কি না?

উত্তর :- হারাম মাল দ্বারা হজ করলে তাতে হজের ফরজিয়াত রহিত হলেও কবুলিয়াতের সওয়াব পাওয়া যাবে না। এবং সে কোন সওয়াবই পাবে না।

 

সুরা আলে ইমরান- ৯৭; ফাতাওয়া শামি – ২/৪৫৬; ফাতাওয়া হিন্দিযা – ১/২৮৩; ফাতাওয়া রহিমিয়া – ৮/৩৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *