উত্তর: হানাফি মাযহাবের পরবর্তি ফুকাহায়ে কেরামের মতানুসারে দূরবর্তী দুই দেশের একটির চাঁদ দেখা অন্যটির জন্য গ্রহণযোগ্য নয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে উক্ত ব্যক্তি বাংলাদেশ অনুসরণে রোযা রাখবে।
রদ্দুল মুহতার ৩-৪১৮, তাকমিলাতু ফাতহিল মুলহিম ৫-১৯৮, আহসানুল ফাতাওয়া ৪-৪১৬, মাআরেফুস সুনান ৫-৩৩৭
Leave Your Comments