প্রশ্ন: কোন ব্যক্তি যদি সৌদি আরবে থাকাবস্থায় রমযানের চাঁদ দেখলো এবং ঐ রাতেই সে বাংলাদেশে আসলো, এমতাবস্থায় উক্ত ব্যক্তি সৌদি আরবের অনুসারে রোযা রাখবে? নাকি বাংলাদেশের অনুসারে রোযা রাখবে?

উত্তর: হানাফি মাযহাবের পরবর্তি ফুকাহায়ে কেরামের মতানুসারে দূরবর্তী দুই দেশের একটির চাঁদ দেখা অন্যটির জন্য গ্রহণযোগ্য নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে উক্ত ব্যক্তি বাংলাদেশ অনুসরণে রোযা রাখবে।

 

রদ্দুল মুহতার ৩-৪১৮, তাকমিলাতু ফাতহিল মুলহিম ৫-১৯৮, আহসানুল ফাতাওয়া ৪-৪১৬, মাআরেফুস সুনান ৫-৩৩৭

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *