উত্তর:- সুতি বা পশমী মোজার উপর মাসেহ সহীহ হওয়ার জন্য শর্ত হলো: মোজার এমন হওয়া যা পরিধান করে জুতা ছাড়া অনায়াসে তিন-চার মাইল হাটা যায় এবং তা পানি শোষণ করেনা ও বাঁধা ব্যতিত পায়ের গোছায় আটকে থাকতে হবে।
সুতরাং আমাদের দেশে প্রাপ্ত স্বাভাবিক মোজাগুলোতে উপরোক্ত শর্তাবলি না পাওয়া যাওয়ার কারণে এগুলোর উপর মাসেহ করা বৈধ হবে না।
– হাশিয়াতুত তহত্বভী-১২৮, আদ্দুররুল মুখতার-১/৪৯৯, ফাতাওয়া হিন্দিয়া-১/৮৫.
Leave Your Comments