প্রশ্ন:- কোন ব্যক্তি যদি হজে গিয়ে ওমরা এবং তাওয়াফের সওয়াব কোন জীবিত মানুষের নামে দেয়। তাহলে তার বিধান কি?

উত্তর:- যে কোন ইবাদতের সওয়াব যেকোন ব্যক্তির নামে পৌছানো যায়। তাই ওমরা বা তাওয়াফের সওয়াব কারো নামে পৌছাতে কোন সমস্যা নাই।

 

রদ্দুল মুহতার – ২/৫৯৫; ফাতাওয়া হিন্দিয়া -১/৩৩১; ফাতাওয়া হাক্কানিয়া -৪/২১১; কিতাবুল ফাতাওয়া – ৪/২৫৬।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *