প্রশ্ন:- কোন ব্যক্তি হজের যাবতীয় বিধান পালন করলো। কেবল কুরবানি করতে পারলো না। তাহলে কি তার হজ আদায় হবে?

উত্তর :- কুরবানিতে সক্ষম হাজি সাহেব কোন কারণে কোরবানি করতে না পারলে মোট দশটি রোযা রাখবে। হজের দিনগুলোতে তিনটি। আর পরে সাতটি।

সুরা বাকারা – ১৯৬; আদ দুররুল মুখতার – ২/৫৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৩০৩; ফাতহুল কাদির – ২/৫৪৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *