প্রশ্ন: কোন মসজিদের মাঝে একবার জামাতের সাথে নামায হয়ে যাওয়ার পর কিছু লোক একত্রিত হয়ে দ্বিতীয় জামাতের সাথে নামায আদায় করতে পারবে নাকি আলাদা আলাদা আদায় করতে হবে?

উত্তর:  কোন মসজিদে দ্বিতীয় জামাতে নামায বৈধ হওয়ার জন্য শর্ত হলো মহল্লার মসজিদের ইমাম-মুয়াজ্জিন নির্দিষ্ট না থাকা এবং মসজিদটি কোন এলাকার লোকজনের জন্য নির্ধারিত না হওয়া।

সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মসজিদের  অবস্থা  যদি এমন হয়, তাহলে তাতে দ্বিতীয় জামাতে নামাজ  পড়া বৈধ হবে। অন্যথায় বৈধ হবে না। তবে একান্ত জামাতে নামায পড়তে হলে মসজিদের বাহিরে কোথায় পড়ে নিবে।

-রদ্দুল মুহতার-৩/৩৪৩, ফাতাওয়া হিন্দিয়া-১/১৪০,  ফাতাওয়া সিরাজিয়্যাহ-৯৭.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *