উত্তর :- ফরয হজ আদায়ে স্বামীর অনুমতি জরুরী নয়। উপর্যুক্ত মাহরাম সাথে থারে হজ করতে পারবে। অবশ্য ওমরা করতে অনুমিত লাগবে।
তাই মহিলা উপযুক্ত মাহরামের সাথে হজ করতে পারবে। স্বামীর অনুমতি জরুরী নয়।
ফাতাওয়া হিন্দিয়া – ১/৩৮২; ফাতাওয়া তাতার খানিয়া – ৩/৪৭৫; আল মুহিতুল বুরহানি – ৩/৩৯৪; কিফায়াতুল মুফতি – ৪/৩৪১।
Leave Your Comments