প্রশ্ন:- কোন মহিলার যদি হজ করা অবস্থায় আরাফায় অবস্থানের পূর্বে ঋতুবর্তী হয়ে যায়। তাহলে সে এমতাবস্থায় কিভাবে হজের কাজ গুলি আদায় করবে?

উত্তর :- হায়েয অবস্থায় তাওয়াফ ব্যতীত হজের সক রকম আদায় করা যায়। তাই বর্ণিত মহিলা তাওয়াফে যিয়ারত ব্যতীত বাকি সককাজ করে নিবে। পবিত্র হওয়ার পর এ তাওয়াফ ও আদায় করে নিবে।

 

ফাতাওয়া শামি – ২/৫২৮; আল হিদায়া – ১/২৬৫; তাবয়িনুল হাকায়েক- ২/৩৫২; ফাতাওয়া উসমানি – ২/২২৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *