উত্তর:-মহিলাদের উপর হজ ফরজ হওয়া এবং তা পালনের জন্য সফর করা বৈধ হওয়ার জন্য মাহরাম পুরুষ থাকা জরুরী।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে মহিলার বোন বা অন্য কোন মহিলা যেহেতু মাহরাম পুরুষ নয়,তাই সে তাদরে সাথে হজে যেতে পারবে না।
ফাতওয়ায়ে শামী ৩/৫৩১,আল হিদায়া ১/৩৩৩,ফাতওয়ায়ে হিন্দিয়া ১/২৮২,ফাতওয়ায়ে দারুল উলুম দেওবন্দ ৬/৫৪০,ফাতওয়ায়ে মাহমুদিয়া ১০/৩৩৩
Leave Your Comments