প্রশ্ন:- কোন মহিলা হায়েয অবস্থায় জিকির, দোআ, দরুদ এবং মুখস্থ কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারবে কিনা?

উত্তর:- হায়েযা মহিলা কুরআন শরীফ স্পর্শ ও তিলাওয়াত করতে পারবে না।

সুতরাং  প্রশ্নেবর্ণিত হায়েযা মহিলা কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে না। দোআ সম্বলিত আয়াতগুলো তিলাওয়াতের নিয়্যত ছাড়া শুধু দোআর  নিয়্যতে পড়তে পারবে। আর জিকির, দোআ ও দরুদ ইত্যাদি স্বাভাবিকভাবেই করতে পারবে।

-ইবনে আবেদীন-১/৫৩৬, ফাতাওয়া হিন্দিয়া- ১/৯২, হাশিয়াতুত তহতাভী- ১৪২. 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *