উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী মৌখিক বা লিখিত ভাবে সুনির্দিষ্ট বাক্য দ্বারা ওয়াক্ফ করা জরুরি। সুতরাং প্রশ্নে বর্ণিত মসজিদ মাদ্রাসায় দান করলেই ওয়াকফের অন্তর্ভুক্ত হবে না, তবে যদি কোন এলাকায় এমনই দানকেই বুঝায় তাহলে তা ওয়াকফের সম্পদ হিসেবে গণ্য হবে।
মাজমাউল আনহার ২/৫৬৭, বাহরুর রায়েক ৫/৩১৮, ইসলাম কা নেজামে আওকাফ ২৫২
Leave Your Comments