উত্তর:- যাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাব পরিমাণ মালের মালিক হওয়াই যথেষ্ট। সংশ্লিষ্ট ব্যক্তি এ ব্যাপারে অবগত হোক বা না হোক।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যক্তির উপর যাকাত ওয়াজিব বিষয়টা সে জানার পূর্ববর্তী বছরেরসহ যাকাত আদায় করতে হবে।
রদ্দুল মুহতার- ২/২৫৯। ফাতাওয়ায়ে হিন্দিয়া – ১/২৩৬। ফাতাওয়ায়ে কাজিখান – ১/১৫৪।
Leave Your Comments