উত্তর:- টাই খুষ্টানদের স্মৃতি বিজরিত ও ধর্মীয় নিদর্শন। আর বিধর্মীদের ধর্মীয় নিদর্শনকে হুবহু তাদের মত বিশ্বাস নিয়ে ধারণ করা ও ব্যবহার করা হারাম। আর যদি তাদের মত করে নয় বরং শখের কারণে ব্যবহার করা হয় তাহলে হারাম না হলেও অনুচিত।
সুতরাং মুসলমানের জন্য টাই পরিধান না করাই শ্রেয়তর।
সুনানে আবি দাউদ – ২/২০৩। কিফায়াতুল মুফতি – ১২/২৯৬। আপকে মাসায়েল আওর উনকা হল – ৮/৩৭১।
Leave Your Comments