উত্তর:- শরীয়া আইনে মৌলিক কিছু দিক বিবেচনা করে মৃত্যুদণ্ড জনিত মামলায় মহিলাদের সাক্ষী অগ্রহণযোগ্য করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে দুইজন মহিলাকে একজন পুরুষের সাক্ষীর সমমর্যাদা দেওয়া হয়েছে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে শুধুমাত্র মহিলার সাক্ষীর মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
রদ্দুল মুহতার – ৮/২০০। ফাতাওয়া কাজিখান – ৩/৩৩০। বাদায়েউস সানায়ে’ ৯/৪৪।
Leave Your Comments