প্রশ্ন:- কোন হাজি সাহেব যদি এহরাম অবস্থায় কোন জন্তু শিকার করে ফেলে তাহলে তার হজ হবে কি?

উত্তর :- মুহরিম ব্যক্তির জন্য স্থলের সকল প্রকার জীব-জন্তু শিকার করা নিষিদ্ধ।

সুতরাং প্রশ্নোক্ত সুরতে ব্যক্তির হজ আদায় হয়ে যাবে। তবে প্রাণী শিকার করার কারণে জরিমানা হিসেবে উক্ত প্রাণীর মূল্য সদকা করা ওয়াজিব।

 

সুরা মায়েদা – ৯৫; আল হিদায়া – ১/২৭২; আল বিনায়া – ৫/২৭৭; ফাতাওয়া  হিন্দিয়া- ১/২১১; ফাতাওয়া তাতারখানিয়া- ৩/৫৯৫।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *