প্রশ্ন:- কোন হাজি সাহেব যদি মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে না পড়ে রাস্তায় পড়ে। তাহলে কি তার মাগরিবের নামায সহিহ হবে?

উত্তর :- মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে আদায়  করা ওয়াজিব। তাই ‍উক্ত হাজি সাহেবকে মুযদালিফায় পৌছার পরে পূণরায় মাগরিবের নামায আদায় করতে হবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/২৯৪; বাদায়েউস সানায়ে’ ৩/১৩৫; হাশিয়ায়ে ইবনে আবেদীন – ৩/৬০১; মাজমাউল আনহার – ১৪১০।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *