প্রশ্ন: কোরবানীর পশু জবেহ করার পর অনেকেই টাকা দিয়ে থাকে। জানার বিষয় হলো উক্ত টাকা নেয়া বৈধ হবে কি?

উত্তর: শরয়ী দৃষ্টিতে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নেয়া বৈধ।

সুতরাং কোরবানীর পশু জবাই করে টাকা নেয়াও বৈধ।

আল হিদায়া ৩-২৯৩, আদ্দুররুল মুখতার ৯-৬, আলফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদীদ ৩-২১৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *