উত্তর: শরয়ী দৃষ্টিতে শুফআ বলা হয় অংশিদার ও প্রতিবেশীর ক্ষতি থেকে বাঁচার জন্য বিক্রিত জায়গার বিক্রিত মূল্যে ক্রেতা থেকে জোরপূর্বক মালিকানা নিয়ে নেয়াকে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে শফির জন্য নগদে অতিরিক্ত বাকি মূল্যে ক্রয় করা বৈধ হবে না। তবে এক্ষেত্রে শফি ইচ্ছে করলে ক্রেতা বিক্রেতার যে কোন একজন থেকে নগদ মূল্যে ক্রয় করে নিবে অথবা ক্রেতার মূল্য পরিশোধ করা পর্যন্ত অপেক্ষা করবে।
রদ্দুল মুহতার ৬-২৩১, ফাতহুল কাদীর ৯-৪০৫, আলফিকহুল ইসলামি ওয়াআদিল্লাতুহু ৫-৬৫৭
Leave Your Comments