উত্তর: শরয়ী বন্টন নীতি অনুযায়ী মৃত ব্যক্তির ঔরষজাত সন্তান শরয়ী আসাবা তথা নিকটাত্মীয়ের অন্তুর্ভূক্ত এবং এ হিসেবেই তারা সম্পদের মালিক হয়ে থাকেন।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু যায়েদও মৃত ব্যক্তির আসাবা (নিকট আত্মীয়)। তাই অন্যান্য আসাবার সাথে সেও মিরাস পাবে এবং ১০০ শতাংশের এক তৃতীয়াংশ অর্থাৎ ৩৩.১ শতাংশ পাবে।
-আদ্দুররুল মুখতার আলা রদ্দিল মুহতার ১০/৫৫০, ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ৬/৪৪৩, আলফিকহুল হানাফি ফি সাওবিল জাদীদ ২/২৫৭
Leave Your Comments