উত্তর: শরীয়তের মূল নীতি অনুযায়ী যে সকল জিনিস দ্বারা উপকৃত হওয়া যায় এবং সমাজে মাল হিসেবে গণ্য তা বিক্রি করা বৈধ। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু গোবর দ্বারা মানুষ উপকৃত হয় এবং মুসলিম সমাজে তা মাল হিসেবে গণ্য তাই তা বিক্রি করে বৈধ।
আদ্দুররুল মুখতার ৫/৬৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ১৬/২৪
Leave Your Comments