প্রশ্ন:- গোসল ফরজ হওয়াবস্থায় কোন আয়াত বা হাদিস কম্পিউটারে লেখা যাবে কি ?

‍উত্তর : শরীয়তের বিধানানুযায়ী জুনুবী তথা  গোসল ফরজ হওয়াবস্থায় কোন ব্যক্তির জন্য কুরআন তেলাওয়াত করা, স্পর্শ করা ও তা লেখা জায়েয নেই। কেননা লেখার ক্ষেত্রেও হরফের মধ্যে স্পর্শ হয়ে যায়।

তাই গোসল ফরজ হওয়াবস্থায় কোন ব্যক্তির জন্য কম্পিউটারে কোন আয়াত বা হাদিস টাইপ করা বৈধ নয়।

 

সুরা ওয়াকিআ’হ – ৭৯; রদ্দুল মুহতার – ১/১৭৫; ফাতহুল কাদীর – ১/১৭২; ফাতাওয়া হিন্দিয়া -১/৯৩।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *