উত্তর: ইসলামী শরীয়াহ অনুসারে নাপাক বস্তু পোড়ানোর দ্বারা অথবা এক বস্তু হতে অন্য বস্তুতে রুপান্তরিত হলে পাক হয়ে যায়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে নাপাক গোবর পুড়ে ছাই হওয়ার কারণে নাপাকি দূর হয়ে গেছে, অতএব এই ছাই খাবারে পড়লে কোন সমস্যা হবে না। ফাতাওয়ায়ে হিন্দিয়্যাহ ১/৯৯, ফাতাওয়ায়ে উসমানী ১/২৪৯
Leave Your Comments