প্রশ্ন:-গ্রামে জুমার নামাজ পড়ার বিধান কী? যদি কোন গ্রামে মসজিদ না থাকে তাহলে বাড়িতে জুমার নামাজ পড়তে পারবে কিনা?

উত্তর:-জুমার নামাজ শুদ্ধ  হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হল,শহর,ছোট শহর ও বড়গ্রাম হওয়া। 

সুতরাং প্রশ্নেবর্নিত গ্রামটি যদি শহরের হুকুমে হয় তাহলে উক্ত গ্রামে কোন বাড়িতে অথবা ঐ গ্রামের যেখানে জনসাধারণ প্রবেশের অনুমতি রয়েছে সেখানে জুমার নামাজ বৈধ হবে। তবে মসজিদ ছেড়ে বাড়িতে নামাজ আদায় করা মাকরুহ। 

আদ্দুররুল মুখতার ২/১৩৭, রদ্দুল মুহতার ২/১৩৯,ফাতওয়ায়ে তাতারখানিয়া ২/৫৪৮,আল মুহিতুল বোরহানি ২/৪৩৮,ফাতওয়ায়ে ওসমানি ১/৫১৮

উত্তর লিখনে- মুফতী মুহাম্মাদ শামছুদ্দোহা, প্রিন্সিপাল ও প্রধান মুফতী- রওজাতুল উলুম মাদরাসা মিরপুর,ঢাকা খতীব-সাইন্সল্যাবরেটরী কেন্দ্রীয় জামে মসজিদ ধানমন্ডি ঢাকা।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *