উত্তর: মালিকানা সাব্যস্ত হয় শরীয়ত কর্তৃক এমন শব্দ দ্বারা বিবাহ সংঘঠিত হয়, তবে শর্ত হলো বিবাহের নিয়ত থাকতে হবে এবং উপস্থিত স্বাক্ষীদের উক্ত বিষয় জানা থাকতে হবে।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে উক্ত সংলাপ দ্বারা যদি তাদের বিবাহ উদ্দেশ্য হয়, এবং স্বাক্ষীগণ ও উক্ত বিষয় সম্পর্কে জ্ঞাত হন, তাহলে বিবাহ সহীহ হয়ে যাবে। অন্যথায় সহীহ হবে না।
-বাদায়েউস সানায়ে‘-৩/৩৩৬, মাজমাহুল আনহুর- ১/৪৭০, আল ফিকহু আলাল মাজাহিবিল আরবাআ‘-৪/১৭.
Leave Your Comments