উত্তর :- হজ ফরয হওয়ার অন্যতম শর্ত হলো হজে যাওয়ার সামর্থ্য থাকা। হজ ফরয হওয়ার জন্য ঋণমুক্ত হওয়া জরুরী নয়। তাই উপরোল্লিখিত ব্যক্তি ঋণী হওয়া সত্তেও হজ আদায় করলে তার হজ আদায় সহিহ হবে।
সুরা আলে ইমরান – ৯৭; সুনানে তিরমিযি – ১/১৬৮; হাশিয়াতুত তাহতাভী – ১/৭২৭; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/২৪৫।
Leave Your Comments