প্রশ্ন: জনৈক ব্যক্তি অসুস্থ থাকা অবস্থায় এক ব্যক্তিকে তার ভাই হিসেবে স্বাীকার করে। পরবর্তীতে আবার অসুস্থ ব্যক্তি তা অস্বীকার করল। এবং উক্ত ব্যক্তির জন্য “অসিয়ত” করে গেল। এ অসিয়ত গ্রহণযোগ্য হবে কি না?

উত্তর: হ্যাঁ, উক্ত অসিয়ত গ্রহণযোগ্য হবে।

-আদ্দুররুল মুখতার – ১২/২৩৩, রদ্দুর মুহতার- ১২/২৩৩, বাদায়েউস সানায়ে‘- ১০/২৪৪.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *