প্রশ্ন:- জনৈক ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখে। কিন্তু হাশর দিবসকে অস্বীকার করে। তাহলে তার বিধান কি ?

উত্তর :- দীনের আবশ্যকীয় বিষয়গুলোর যেকোন একটিকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর হাশর তথা পরকাল দীনের আবশ্যকীয় বিষয়গুলোর একটি। তাই হাশরে বিশ্বাস না  রাখলে সে  কাফের হয়ে যাবে।

 

তাফসিরে কাবীর – ৬/৭৩; রদ্দুল মুহতার – ১/২৭৭; জাওয়াহিরুল ফিকাহ – ১/১৪৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *