প্রশ্ন :- জনৈক ব্যক্তি ওমরা আদায় করতে গিয়ে আত্মগোপন করে। এবং হজের সময় হলে হজ আদায় করে। জানার বিষয় হলো তার এমন করা ঠিক হয়েছে কি না?

উত্তর :- ইবাদতের বাহিরে করা কোন ভুল বা অন্যায় ইবাদত শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধক নয়।  তাই হজের বাইরে যদি কোন ভুল বা অপরাধ করে তাতে হজের আমলে  কোন ক্ষতি  হবে না।

 

সুরা আলে ইমরান – ৯৭; সুনানে তিরমিযি -১/১৬৮; রদ্দুল মুহতার – ২/৫৪৮; হাশিয়াতুত তাহতাভী – ১/৭২৭; ফাতাওয়া রহিমিয়া – ৮/৪৯;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *