উত্তর :- ইবাদতের বাহিরে করা কোন ভুল বা অন্যায় ইবাদত শুদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন প্রতিবন্ধক নয়। তাই হজের বাইরে যদি কোন ভুল বা অপরাধ করে তাতে হজের আমলে কোন ক্ষতি হবে না।
সুরা আলে ইমরান – ৯৭; সুনানে তিরমিযি -১/১৬৮; রদ্দুল মুহতার – ২/৫৪৮; হাশিয়াতুত তাহতাভী – ১/৭২৭; ফাতাওয়া রহিমিয়া – ৮/৪৯;
Leave Your Comments