প্রশ্ন:- জনৈক ব্যক্তি কুরবানির গোশত তিন ভাগে ভাগ করে একভাগ নিজের জন্য ২য় ভাগ আত্মীয়দের জন্য আর ৩য় ভাগ গরীবদের জন্য রেখেছে। জানার বিষয় হলো যারা গোশত কেটেছে তাদেরকে ৩য় ভাগ থেকে কিছু গোশত দেয়া যাবে কি না?
প্রশ্ন:- জনৈক ব্যক্তি কুরবানির গোশত তিন ভাগে ভাগ করে একভাগ নিজের জন্য ২য় ভাগ আত্মীয়দের জন্য আর ৩য় ভাগ গরীবদের জন্য রেখেছে। জানার বিষয় হলো যারা গোশত কেটেছে তাদেরকে ৩য় ভাগ থেকে কিছু গোশত দেয়া যাবে কি না?
উত্তর :- কুরবানির গোশত তিনভাগে বন্টন করা মুস্তাহাব। আর এ গোশত নিজেও খেতে পারবে আবার অন্যকেও দিতে পারবে। তবে এ গোশত হতে কোনভাবেই কাউকে পারিশ্রমিক দেয়া যাবে না।
Leave Your Comments