উত্তর:- মোহর শরীয়ত কর্তৃক বিবাহের একটি গুরুত্বপূর্ণ বিধান। যা বিয়ে হওয়ার পর প্রত্যেক স্বামীর উপর বর্তায়। আর যে সকল বস্তু সাধারণ লেন-দেনে ব্যবহার হওয়ার যোগ্য তা বিবাহের মধ্যেও মোহর হওয়ার যোগ্য।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিবাহ সহীহ হয়েছে।
আর বিবাহের ক্ষেত্রে মোহরের সর্বনিম্ন পরিমাণ হলো দশ দেরহাম।
তিরমিযি ১/২১১; আল হিদায়া ২/৩২৪; ফাতাওযা হিন্দিয়া – ১/৩৬৮
Leave Your Comments