প্রশ্ন:- জনৈক ব্যক্তি জুমার নামাযের সময় জুমার নামাযের নিয়ত করে অথচ পরে জানা যায় যে ইমাম সাহেব যোহর নামায পড়ছিলেন। এখন মুক্তাদি কি করবে?

উত্তর :- ইমামের পিছনে মুক্তাদির নামায সহিহ হওয়ার জন্য শর্ত হলো, উভয়ের নামায সার্বিকভাবে এক হওয়া । তাই প্রশ্নোক্ত সুরতে ‍উক্ত মুক্তাদির নামায সহিহ হবে না।

 

আল হিদায়া – ১/১২৭; রদ্দুল মুহতার – ১/৫৭৯; ফাতাওয়া হিন্দিয়া – ১/১৪৩;

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *