উত্তর :- গাভীন গরু দিয়ে কোরবানি দেয়া দোষনীয় হলেও কোরবানি আদায় হয়ে যাবে। তাই ইচ্ছা করে বা জ্ঞাতসারে এমন না করা চাই। তবে হঠাৎ হয়ে গেলে কোরবানি সহিহ হয়ে যাবে।
আদ দুররুল মুখতার – ৬/৩২২; আল হিদায়া – ৪/৪৪০; ফাতাওয়া আলমগিরী – ৫/৩২১; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/৪৩৫।
Leave Your Comments