উত্তর :- ইসলামে দাড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলা ফরজ। আর তাকবীরে তাহরীমা বলার সময় কান বরাবর হাত তোলা ও বাধা -সুন্নাত।
তাই, জনৈক ব্যক্তি দাড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে রুকুতে গিয়ে ইমামের সাথে শরীক হয় তাহলে তার নামায শুদ্ধ হয়ে যাবে।
হ্যা, যদি সে তাকবীর বলতে বলতে রুকুতে যায় বা রুকুতে গিয়ে তাকবীর বলে তাহলে তার নামায শুদ্ধ হবে না।
ফাতহুল কাদীর – ১/২৮৪; ফাতাওয়া হিন্দিয়া – ১/১২৬; এমদাদুল ফাতাওয়া – ১/১৭৭।
Leave Your Comments