প্রশ্ন :- জনৈক ব্যক্তি মসজিদে গিয়ে দেখলো ইমাম সাব রুকুতে চলে গেছে। সে-ও তাড়াতাড়ি ‘আল্লাহু আকবার’ বলে রুকুতে চলে গেল। তার নামাযের বিধান কি? উল্লেখ্য, তাকবীর বলার সময় সে কান বরাবর হাত-ও তোলেনি আবার হাত বাধেও নি।

উত্তর :- ইসলামে দাড়ানো  অবস্থায় তাকবীরে তাহরীমা বলা ফরজ। আর তাকবীরে তাহরীমা বলার সময় কান বরাবর হাত তোলা ও বাধা -সুন্নাত।

তাই, জনৈক  ব্যক্তি  দাড়ানো অবস্থায় তাকবীরে তাহরীমা বলে রুকুতে গিয়ে ইমামের সাথে শরীক হয় তাহলে তার নামায শুদ্ধ হয়ে যাবে।

হ্যা, যদি সে তাকবীর বলতে বলতে রুকুতে যায় বা রুকুতে গিয়ে তাকবীর বলে তাহলে তার নামায শুদ্ধ হবে না।

 

ফাতহুল কাদীর – ১/২৮৪; ফাতাওয়া হিন্দিয়া – ১/১২৬; এমদাদুল ফাতাওয়া – ১/১৭৭।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *