প্রশ্ন:- জনৈক ব্যক্তি মারা যাওয়ার সময় এমন সম্পদ রেখে গেছেন। যার কিছু হালালভাবে উপার্জিত আর কিছু হারামভাবে। জানার বিষয় হলো, হারামভাবে উপার্জিত সম্পদে কি ওয়ারিস জারি হবে?

উত্তর :- মৃত ব্যক্তির রেখে যাওয়া সমস্ত সম্পদই যদিহারাম হয় তাহলে ওয়ারিশদের জন্য উক্ত মালের মুল মালিক জানা থাকলে তার নিকট পৌছে দেয়া জরুরী। আর যদি মালিক জানা  না থাকে তাহলে তার নামে সদকা করে দিবে।  তবে, সম্পদের হালাল-হারাম পরিমাণকে আলাদা করা না গেলে ওয়ারিশদের জন্য তা গ্রহণ করা বৈধ।

 

রদ্দুল মুহতার – ৫/৯৯; ফাতাওয়া হিন্দিয়া – ৫/৪০৪; আল বাহরুর রায়েক – ৮/৩৬৯; ফাতাওয়া মাহমুদিয়া – ২০/৩৩৯।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *