প্রশ্ন:- জনৈক ব্যক্তি রাস্তায় এমন কিছু পড়ে থাকতে দেখলো যার মালিক অজ্ঞাত। এবং তা দীর্ঘ সময় পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে। এমতাবস্থায় উক্ত বস্তুকে কুড়িয়ে নিজে ব্যবহার করতে পারবে কি না?

উত্তর :- কুড়িয়ে  পাওয়া বস্তুর ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত হলো যথা সম্ভব উক্ত বস্তুকে তার মালিকের কাছে পৌছিয়ে দিতে হবে। তা সম্ভব না হলে উক্ত মালকে মালিকের পক্ষ থেকে সদকা করে দিতে হবে।

 

সুতরাং প্রশ্নোক্ত সুরতে পর্যাপ্ত পরিমাণ প্রচারের পরও মূল মালিক বা তার ওয়ারিসদের কাছে পৌছানো না গেলে মালিকের পক্ষ থেকে সদকা করে দিবে।

তবে, এক্ষেত্রে নিজে সদকা খাওযার উপযুক্ত হলে নিজেও তা ব্যবহার করতে পারবে।

 

বাদায়েউস সানায়ে’ – ৮/৩৩৫। আদ দুররুল মুখতার- ৪/২৭৯। আল হিদায়া- ১/৬১৩। আহসানুল ফাতাওয়া- ৬/৩৯১।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *